× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একনজরে দেখে নিন আজকের রাশিফল!

ডেস্ক রিপোর্ট

১০ নভেম্বর ২০২৪, ১৬:০৩ পিএম

দেখে নিন আজকের রাশিফল!

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]:  শ্বাসকষ্ট ভোগাবে। সময়মত ইনহেলার খুঁজে পেতে সমস্যা হবে। নিকটাত্মীয়দের মধ্যে কারো মৃত্যু সংবাদের জন্য প্রস্তুত থাকুন। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ গাঢ় সবুজ।

 

বৃষ [২১ এপ্রিল-২০ মে]:  সকালের কাজ বিকেলের জন্য ফেলে রেখেছিলেন, বিকেলে এলো জরুরি ফোনকল। ফোনটা ছিল সাইলেন্টে। ফেলে রাখা কাজের মাঝপথে ফোন চেক করে দেখেন জরুরি কল!  পুরো গ্যাঁড়াকলে! শুভ সংখ্যাঃ ৫। শুভ রংঃ লাল।

 

মিথুন [২১ মে-২০ জুন]: 'অমুক' ওয়াশিং পাউডার! যা করে সাধারণ পাউডারের তুলনায় দ্বিগুণ পরিষ্কার! আপনি কি ভেবে দেখেছেন আসলে বাজারের সব ওয়াশিং পাউডারই অসাধারণ? কারণ সবাই তাদের বিজ্ঞাপনে বাকিগুলোকে বলে 'সাধারণ ওয়াশিং পাউডার' আর নিজেদেরটাকে দাবি করে অসাধারণ। আচ্ছা দাঁড়ান তো গুলিয়ে গেল না ব্যাপারটা? তাহলে কি আপনি 'সাধারণ' ওয়াশিং পাউডার ব্যবহার করছেন? নাকি 'অসাধারন'? শুভ সংখ্যাঃ ৯৯। শুভ রংঃ কমলা।

 

কর্কট [২১ জুন-২০ জুলাই]: 'বেদম প্রহার', 'বেধড়ক পিটুনি' আর 'ধুমায়া মাইর' এই তিনটের মধ্যে আপনি কোনটাকে সবচেয়ে বেশি ভয়াবহ বলে মনে করেন? ধরুন আপনি 'বেধড়ক পিটুনি' খেয়ে এসে পরদিন খবরের কাগজে দেখলেন 'মারধরের শিকার হলেন হমুক'। শিরোনাম পড়ে কি ব্যাথাটা কমেছে? না কমলে খবরের কাগজ বদলান। শুভ সংখ্যাঃ ৫০। শুভ রংঃ লাল।

 

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: দারিদ্রতার ফাঁদে পা ফেলতে যাচ্ছেন। ফাঁদ বোঝেন তো? দারিদ্রতা নিশ্চিত নয়, ভুলভাল অর্থনৈতিক সিদ্ধান্তের কারণেও হবে এমন না। কিন্তু আচমকা কখন একটা ফাঁদ আসবে আপনি টেরও পাবেন না, হুট করে দেখবেন সেফুদা আপনাকে গরীব বলছে। সতর্ক থাকুন। শুভ সংখ্যাঃ ৫, এর পরে যে কটা পারেন শূণ্য বসিয়ে নিন। শুভ রংঃ নীল।

 

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: চা না কফি জিজ্ঞেস করল, আপনি বললেন পাম্পকিন জ্যুস। দিয়ে গেল রূহ আফজা। এলোমেলো যাবে দিনটা। চোখ বুজে একঢোঁকে মেরে দিন। শুভ সংখ্যাঃ ৭। শুভ রংঃ বেগুনি। (সাদা রঙের বেগুন)

 

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: কাজের চাপ নেবেন, ব্যাডমিন্টন খেলায় চাপ মারবেন, চিকেন চাপ খাবেন। কিন্তু বাসের সিটে বসে পাশের লোককে অযথা চাপাচাপি করবেন না। অ্যাডজাস্ট করুন। শুভ সংখ্যাঃ ১০০০। শুভ রংঃ বাদামী।

 

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: আপনি ভেবে ভেবে কথা বলেন নাকি রেগে রেগে কথা বলেন? নাকি ভেবে চিন্তে এরপর রেগে কথা বলেন? তাহলে আপনি ঠিক পথেই আছেন। শুভ সংখ্যাঃ ৩। শুভ রংঃ কমলা।

 

ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: আপনি আবারও যদি, কিন্তু, তবে এর ফাঁদে পড়েছেন। 'যা হবার হবে' তেই আপনার মুক্তি মিলবে! শুভ সংখ্যাঃ ১০। শুভ রংঃ আসমানী।

 

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: ভাতশালিকে আছে কিন্ত কাচ্চিশালিক নেই কেন ভেবেছেন কখনো? বাঁচতে হলে ভাবতে হবে। শুভ সংখ্যাঃ ১০৪। শুভ রংঃ হলুদ।

 

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: ফালতু মানুষের কথায় কান না দিয়ে থাকতে গেলে কান কেটে ফেলে দিতে হবে। একটা ভাল দেখে হেডফোন কিনে নিন। শুভ সংখ্যাঃ ৩,৬,৯। শুভ রংঃ কালো।


মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: আপনি মীন রাশির জাতক হয়েও আপনার গলায় মাছের কাঁটা বিঁধে যায় কিভাবে? কারণ আপনি জানেনই না মীন রাশির প্রতীক মাছ। খালি তো রাজনৈতিক প্রতীক দেখে দেখে চোখ ঘোলা হয়ে গেছে। চোখ মুখ ধুয়ে ভাত খান। শুভ সংখ্যাঃ ২+২=৪। শুভ রংঃ ধুসর সবুজ।

 

 

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.